বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ফরিদপুরে কুকুরের কামড়ে ৩৮ জন আহত 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কুকুরের কামড়ে ৩৮ জন আহত 

ফরিদপুর সদর উপজেলার দুটি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এলাকাবাসী কুকুরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে। গত শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরিদপুর সদরের কৈজুরি ও কানাইপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কানাইপুরের হলুদবাড়িয়া গ্রাম থেকে একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকেই সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। প্রথমে কানাইপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামের মিম আক্তার (২) নামে এক শিশুকে কামড় দেয়।

এরপর ফুশরা, সাঁচিয়া, বিল নালিয়া, তাম্বুল খানা ও সবশেষে শোলাকুন্ডু গ্রামে কুকুরটি তাণ্ডব চালায়। পরে কানাইপুরের শোলাকুন্ডু এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

কানাইপুরের সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব শেখ জানান, হঠাৎ করে একটি লাল রঙের পাগলা কুকুর যাকে সামনে পায় তাকেই কামড়িয়ে আহত করে। পরে এলাকাবাসী ধাওয়া করে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।

এ বিষয়ে কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, একটি পাগলা কুকুরের কামড়ে বিভিন্ন বয়সী বেশ কয়েক জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে গ্রামবাসী পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানতে পেরেছি। 

এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা বলেন, গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নারী-শিশু-বৃদ্ধসহ অন্তত ৩০ থেকে ৩৫ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কয়েকজনকে ভর্তি করা হয়। গুরুতর আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাক্সিন থাকায় চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হয়নি। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।

টিএইচ